উয়েফা ইউরোপা লিগের খেলায় ঘরের মাঠে সহজ জয়ই পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ২-০ গোল ব্যভধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল হোসে মরিনহোর শিষ্যরা। ম্যাচের দলের হয়ে জোড়া গোল করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
এ জয়ের ফলে পরের রাউন্ডে উঠতে খুব বেশি কষ্ট হবে না টটেনহামের। জাগরেবের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে এক গোল ব্যবধানে হারলেও সেরা আটে উঠে যাবে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল খেলতে হলে ক্রোয়েশিয়ান ক্লাবটিকে জিততে হবে নূন্যতম তিন গোলের ব্যবেধানে।
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের রীতিমতো ব্যস্ত করে রাখে টটেনহামের আক্রমণ ভাগ।
ম্যাচের গোল পেতে মরিনহোর শিষ্যদের ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ সময় আজেন্টাইন তারকা এরিক লামেলার দুর্দান্ত শট গোলবারে লেগে ফিরে আসলে ফিরতি বল সহজেই প্রতিপক্ষে জালে পাঠিয়ে দেন হ্যারি কেন। আর তাতেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল খেয়ে খেলার গতি বাড়ায় সফররত দলটি। বেশ কয়েকটি সুযোগও সৃষ্টি করে কিন্তু কাঙ্ক্ষিত দেখা পায়নি জাগরেব। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম।
দ্বিতীয়ার্ধের আবারো খেলার গতি বাড়ায় স্বাগতিকরা। আর দ্বিতীয় সফলতা আসে ম্যাচের ৭২তম মিনিটে। এ সময় নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে ব্যবধানে দ্বিগুণ করেন কেন। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন হোসে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচে সেরা আটে উঠতে চূড়ান্তবারের মতো জাগরেবের মাঠে আবারো মাঠে দেখা যাবে এই দুদলকে।
খুলনা গেজেট/কেএম