খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

কেডিএ খানজাহানআলী সরকারি স্কুল শিক্ষা কার্যক্রমের শুরুতেই রেকর্ড গড়েছে

একরামুল হোসেন লিপু

ফুলবাড়িগেটস্থ কেডিএ খানজাহানআলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকে এসএসসি এবং জেএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে। বিদ্যালয়টির শিক্ষার মান এবং সামগ্রিক শিক্ষার পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা।

নগরীর খানজাহানআলী থানার ফুলবাড়িগেট কেডিএ আবাসিক এলাকায় ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় কেডিএ খানজাহানআলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়টি। ১ একর ৩০ শতক জায়গার উপর প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়টি নির্মিত হয়। এ ধরনের বিশেষায়িত মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে মাত্র ৭টি নির্মিত হয়েছে।

প্রতিষ্ঠার ৩ বছর পর ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২০১৮ সালের ৩ মার্চ একাডেমিক কাম প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। শুরুতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ২ টি শাখায় এবং ৯ম শ্রেনীতে ১টি শাখায় মোট ৩ শ ছাত্র/ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ টি শাখায় এবং দশম শ্রেনীতে ১টি শাখায় মোট ৫৯৪ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে।

প্রতিষ্ঠানটির সুদৃশ্য ৭ তলা ভবনের পাশেই নির্মাণ করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবাসনের জন্য মনোরম দ্বিতল ভবন। ৭ম তলা ভবনের ১ম তলায় প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। ২য় থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত ৩০ টি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। ৭ম তলায় রয়েছে বিদ্যালয়ের সুবিশাল অডিটোরিয়াম। বিশেষায়িত এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খুলনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় নিঃসন্দেহে অনেক ভালো এবং সন্তোষজনক বলে জানিয়েছন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান।

তিনি খুলনা গেজেটকে বলেন, গত তিন বছরে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য দেখিয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। সর্বশেষ ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে মোট ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৪৩ জন A প্লাস, ৮ জন A গ্রেড এবং বাকী ১ জন A মাইনাস পায়। এছাড়া সরকারি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিযোগীতায় প্রতিষ্ঠানটির বেশ সাফল্য রয়েছে। জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় এখান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায় পর্যন্ত সাফল্য দেখিয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টিতে গত ৫ বছরে প্রধান শিক্ষক হিসাবে কেউ নিয়োগপ্রাপ্ত হয়নি। ২০১৬ সালের ৩ মার্চ থেকে ২০১৮ সালের ৫ মে পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে (অতিরিক্ত দায়িত্ব) পালন করেন মোঃ নূরুল ইসলাম। এছাড়া তিনি ২০১৮ সালের ৩১ মে থেকে ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২০ সালের ২৬ জুলাই থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোঃ মাহাবুর রহমান অত্যন্ত সততা, দক্ষতা, সাফল্য, শৃঙ্খলা এবং সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!