খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

কেডিএ’র অভিযানে দুটি আবাসন প্রকল্পকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অভিযানে অনুমোদনহীন ২টি আবাসন প্রকল্প প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) খুলনা সিটি বাইপাস সংলগ্ন জব্বার সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।

অভিযানে খুলনার জব্বার সড়কে অবস্থিত একটি আবাসন প্রকল্পকে এক লাখ টাকা ও জামান পার্ক সিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

কেডিএ সূত্রে জানা যায়, কেডিএ’র আওতাধীন এলাকায় অনুমোদন বিহীন বেসরকারী আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রমের অব্যাহত রয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রিয়েল এষ্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০” অনুসারে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদন না নিয়ে সাইনবোর্ড স্থাপন ও আবাসিক প্রকল্প বাস্তবায়নের অভিযোগে খুলনা সিটি বাইপাস সংলগ্ন জব্বার সড়কে অবস্থিত দুটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কেডিএ’র পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় তাদেরকে জরিমানা করা হয়। অভিযানকালে রাস্তা অপসারণ করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!