খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

কেএমপির ১০ সদস্য পিপিএম ও আইজি ব্যাজে ভূষিত

নিজস্ব প্রতিবেদক 

সাহসিকতাপূর্ণ, দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং আইজি ব্যাজে ভূষিত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১০ জন সদস্য। এরমধ্যে একজন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৯ জন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজি ব্যাজ) এ ভূষিত হয়েছেন।

প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম এবং ব্যাজে ভূষিত হয়েছেন, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান, হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার, খানজাহান আলী থানা পুলিশের এসআই বিপ্লব কান্তি দাস, এসআই (সিটিএসবি) মোঃ জাহাঙ্গীর সরদার, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের এসআই আশরাফুল আলম, এসআই সুমন মন্ডল, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের এএসআই বিপিন চাঁদ অধিকারী-পিপিএম, কনস্টেবল সোমনাথ হালদার ও কনস্টেবল মোঃ ফয়েজ শাহী প্রমূখ।

সোমবার (২৮ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএমপির পক্ষ থেকে জানানো হয়, যে কোন স্বীকৃতিই কর্মে উদ্দীপনা বাড়ায়। কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্ম এবং সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয়ভাবে পদক প্রদান করা হয়। একইভাবে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক কর্তৃক আইজি ব্যাজ প্রদান করা হয়। এবছর সাহসিকতাপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ কেএমপির ১ জন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৯ জন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজি ব্যাজ) এ ভূষিত হয়েছেন।

তাদের এই অর্জন যেমন তাদেরকে উজ্জীবিত করেছে, একইসাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে। নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এবারের অর্জন বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটগুলোর চেয়ে ঈর্ষণীয়। আগামী দিনগুলোতেও অপরাধ দমনে সদা তৎপর থেকে খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাস মুক্ত আদর্শ নগরী গড়ে তোলার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় কাজ করে যাবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!