খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল, ৬৭৫ গ্রাম গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন সাতক্ষীরা আশাশুনির শেখ আকবর হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৪), বাগেরহাট মোড়েলগঞ্জের মৃত: আঃ হাকিম শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), নগরীর সোনাডাঙ্গা থানার পৈ পাড়া এলকার মৃত: মোফাজ্জেল হোসেনের ছেলে তারিকুল হাসান (৪৮), দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার মৃত: দুলাল হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (১৯), পটুয়াখালীর দুমকি এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম সোহান (২২), নগরীর গল্লামারী এলাকার মৃত: বারেক হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩০) এবং দৌলতপুর দেয়ানা পাখির মোড়ের মোঃ হানিফ হাওলাদারের ছেলে মোঃ হাবিব হাওলাদার (৩২)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!