খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

কেএমপি’র নবাগত কমিশনারের দায়িত্ব গ্রহণ, সাবেককে অন্যরকম বিদায়

নিজস্ব প্রতিবেদক

মোঃ মাসুদুর রহমান ভূঞা পুলিশ কমিশনার হিসেবে রবিবার খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। কেএমপিতে যোগদানের পূর্বে তিনি ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) হিসেবে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন।

নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা ১৯৭০ সালের পহেলা জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন ভাকোয়াদি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভাকোয়াদি উচ্চ বিদ্যালয় ও সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে যথাক্রমে ১৯৮৫ ও ১৯৮৭ সালে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে ১৯৯০ সালে বি কম (অনার্স) এবং ১৯৯৩ সালে এম কম সম্পন্ন করেন। ২০১২ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কেএমপি’র বর্তমান কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা ১৫ তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি প্রায় পঁচিশ বছরের কর্মজীবনে সততা, দক্ষতা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করেছেন। তিনি জয়পুরহাট, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ জেলা এবং ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়সহ বাংলাদেশ পুলিশ একাডেমি ও ডিএমপিতে দীর্ঘকাল সুনামের সাথে চাকরি করেছেন।

এছাড়াও তিনি পিটিসি, খুলনায় কম্যান্ড্যান্ট হিসেবে এবং স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) হিসেবে অত্যন্ত সুনাম ও প্রশংসার সাথে চাকরি করেছেন। তিনি নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, হংকং, নেপাল এবং থাইল্যান্ডসহ দেশে-বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি তিন বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান এবং পূর্ব তিমুরে ২ বছর ৭ মাস সেবাদান করেছেন এবং জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অধিকাংশ সময় জ্ঞানার্জনে ব্যয় করেছেন। তিনি সৌদি আরবে পবিত্র হজ্ব এবং ওমরাহ পালন করেন।

অপরদিকে এক অন্য রকম আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে । দীর্ঘ দেড় বছর কর্মকালীন সময়ে পুলিশ কমিশনারের সুনাম ছিলো দিবাকরের ন্যায় সমুজ্জ্বল।

রবিবার মধ্যাহ্নে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে প্রথাগতভাবে বিদায় দেওয়া হয়। বিদায়ের পূর্ব মূহুর্তে পুলিশ কমিশনারকে গার্ড অব অনার দেওয়া হয় এবং নানা ফুলে সুসজ্জ্বিত গাড়িতে ফুলের রশি বেঁধে খালিশপুর মেট্রোভবন থেকে বিদায় জানানো হয়। এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে বদলি করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে। তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়েছে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!