শব্দ দূষণ প্রতিরোধে অবৈধ হাইড্রোলিক হর্ণ অপসারণে অভিযান পরিচালনা করছে কেএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ৩৫০ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে।
বুধ্বার (১৯ জানুয়ারি) কেএমপির পাঠানো এক সংবাদ বিঙ্গপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিঙ্গপ্তিতে আরও জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫৫৫ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে এবং মোটরযান আইনে ৯২ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খুলনা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং শব্দ দূষণ প্রতিরোধে কেএমপি ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ