খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

কৃষি কর্মকর্তাদের দ্রুত যোগদানের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে দ্রুত যোগদান করানোর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমন্বয় কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

সোমবার সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় যোগদানের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব ইমাম হাসান রনি, মেহেদী হাসান, রনি হালদারসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির তিন বছর ও তালিকা প্রকাশের পর ১ বছর অতিক্রান্ত হলেও ১ হাজার ৬৫০ জন নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা যোগদান করতে পারেনি। এতে এসব কর্মকর্তরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আগামী সাত দিনের মধ্যে এসব কর্মকর্তাদের যোগদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর নিকট দাবী জানান তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!