২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। কৃষি আইন বাতিল না করলে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসে কৃষক- ক্ষেতমজুররা ‘কিষাণ প্যারেড’ করবে বলে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ঐদিন তারা ট্রাক্টর সহযোগে এই কিষাণ প্যারেড করবে বলে সারা ভারত কিষাণ সংগ্রাম মোর্চা জানিয়েছে। অন্যতম সংগঠক ও কৃষক নেতা দর্শন পাল সিং বলেন, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রাক্টর নিয়ে কৃষক- ক্ষেতমজুররা কিষাণ প্যারেড করবেন । ঐদিন প্রধান অতিথি থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকে কৃষক- ক্ষেতমজুর আন্দোলন ৩৯ দিনে পড়ল। চৌঠা জানুয়ারি সোমবার সরকার পক্ষের সঙ্গে একটা বৈঠক হবে। কিন্তু সেখানে সমস্যার সমাধান হবে না বলে আন্দোলনকারীরা মনে করছেন।