খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

কৃষক ও কৃষিকাজ এখন অনেক সম্মান ও মর্যাদার : নারায়ণ চন্দ্র চন্দ

ডুমুরিয়া প্রতিনিধি

সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন কৃষি কাজ করেই আমাদের ভাগ্য ফেরাতে হবে। এক সময়ে কৃষি কাজ ও খেঁটে খাওয়া মানুষদের ছোট চোখে দেখা হত। আর তখন কৃষি কাজ করে টিকে থাকাও কঠিন ছিল। তখন ছিল না সরকারি সুযোগ-সুবিধাসহ যোগাযোগ ও বাজার ব্যবস্থাপনা। তবে সেদিক দিয়ে দেশ এখন অনেক উন্নত, তাই আমাদের দেশের কৃষিকাজ ও কৃষকের জীবনমান পরিবর্তন হতে শুরু করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের কৃষক, শ্রমিক দিনমজুরসহ নিন্ম-আয়ের মানুষের ভাগ্য’র পরিবর্তন ঘটিয়ে একটি সুন্দর পরিচ্ছন্ন জীবন যাপন নিশ্চিত করা। তাঁর সেই স্বপ্ন বঙ্গবন্ধু সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নে পরিনত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও প্রযুক্তি সম্মত কৃষি প্রধান দেশ হিসেবে গড়ে তুলতে চান। কোথাও যেন এক ইি জমি পড়ে না থাকে, আজ তিনি সেই আহবান জানিয়েছেন। সেই জন্য তিনি কৃষকের পাশে সব সময়ই সহায়তা করবেন। তাই আমাদেরও আর বসে থাকলে চলবে না। এখন দেশে কৃষি কাজের জন্য বের হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ধান রোয়া থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত করা যাচ্ছে।

এছাড়াও ক্ষেতে সার ছিটানো, অগাছা পরিস্কার এখন মেশিনেই করা সম্ভব। তবে বর্তমান কৃষিকাজে আরও একটি জিনিস অত্যন্ত দরকার হয়ে পড়েছে। সে হল, পরস্পরের মধ্যে সমন্বয়। সমন্বয় বা সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হলে ঝুঁকি থাকে কম। কারণ একই জাতের ধান, একই সাথে রোপন, একই সঙ্গে কাটা। এতে অনেক উপকার হয়। আর গড়ে ওঠে পরস্পরের মধ্যে একটি সুসম্পর্ক।

তিনি আরও বলেন, কৃষিকাজ ও কৃষকরা এখন আর আগের মত নেই। এই কৃষিকাজের সাথে অনেক মর্যাদা ও সম্মান মিশে আছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা নিমের শিষা বিলের কৃষকেদের নিয়ে সমলয় পদ্ধতিতে চাষাবাদ ও ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওয়ালিদ হোসেনের স লনায় অনুষ্ঠানে আরও বক্তব্যদেন অতিরিক্ত উপপরিচালক মিজান মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক মোছাদ্দেক হোসেন, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, কৃষক লীগ নেতা অরিন্দম মল্লিক ও দয়াল চক্রবর্ত্তী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমীর দে গোরা, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বৈদ্যনাথ সরকার, উপসহকারি (উদ্ভিদ) সংরক্ষণ কর্মকর্তা পরাণজয় মন্ডল, উপসহকারি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, তুষার কান্তি বিশ্বাস, আশুতোষ কুমার দাস, রীমা মন্ডল, কল্পনা রানি মন্ডল, নিরাবিন্দু মল্লিক, শেলি রানী মন্ডল, সুতপা সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, নওশের আলী বাগাতি, গোলক চক্রবর্তী, কানাই লাল মল্লিক, কৃষ্ণপদ চক্রবর্তী প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!