কৃতি ছাত্রী হিসেবে শেখ ইমাম উদ্দীন সংসদে সংবর্ধনা নিতে এসেছিল কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঋতু মন্ডল। প্রধান অতিথির আহবানে অনুভূতি প্রকাশ এবং ভবিষ্যত লক্ষ নির্ধারণে দুটি কথা বলতে গিয়ে নিজে কাঁদলেন এবং কাঁদালেন অনুষ্ঠানে উপস্থিত সকলকে। অভাবকে জয় করে সাফল্যের ধারাবাহিকতায় একদিন এই সংসদের দায়িত্ব কাধে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে।
শুক্রবার বিকেলে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মেদ এর সভাপতিত্বে ও শেখ ইমাম উদ্দীন সংসদের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল মামুনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম’র নেতা ডাঃ শেখ শহিদুল্যাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক শেখ আঃ রশিদ, কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, ব্যবসায়ী নেতা এম বুলবুল আহম্মেদ, কপিলমুনি সিটি প্রেসক্লাব সভাপতি এম,আজাদ হোসেন, কপিলমুনি প্রেসক্লাব সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, দীপ্ত নিউজ২৪.কম’র সম্পাদক শেখ দীন মাহমুদ, প্রভাষক রেজাউল করিম খোকন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ,এম শফিউল ইসলাম, তপন পাল, শেখ নাদীর শাহ্, শেখ আব্দুস সবুর প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ ইমাম উদ্দীন সংসদের যুগ্ম আহ্বায়ক জি,এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ও মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংসদের নেতৃবৃন্দ বলেন, কপিলমুনি, রায়সাহেব বিনোদ বিহারী সাধু,সহচরী বিদ্যা মন্দির ও শেখ ইমাম উদ্দীন নামগুলি যেন একই সুতোয় গাঁথা। আধুনিক কপিলমুনির রুপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধু তাঁর মায়ের নামে প্রতিষ্ঠা করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির। আর শেখ ইমাম উদ্দীন ছিলেন,বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। শিক্ষকতা জীবনে সহচরী বিদ্যা মন্দিরকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। মহান শিক্ষাগুরুর আলোয় আলোকিত হয়েছেন বহু ছাত্র। যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা এখনো কৃতজ্ঞ চিত্ত্বে স্মরণ করেন তাঁকে। তারা আরো বলেন, শেখ ইমাম উদ্দীন সংসদ তাঁর সৃষ্টিদের গুচ্ছ আবিষ্কার। যার ছায়াতলে বিভিন্ন সময় শিক্ষা ও সমাজ সেবায় সব সময় পাশে থাকবে। আজকের আয়োজনে কেবল যাত্রা শুরু হল তাদের। করোনা কালে অনাড়ম্বর তবুও প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শেখ ইমাম উদ্দীন সংসদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন।
খুলনা গেজেট/এমবিএইচ