কূটনীতিকদের প্রটোকলে বড় পরিবর্তন নেই, শুধু সড়কে পুলিশের বদলে আনসার থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৭ মে) তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ ছয়টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বাড়তি প্রটোকল প্রত্যাহার করা হয়। সে সঙ্গে জানানো হয় ঢাকার সব কূটনীতিক, মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রটোকলে পুলিশের পরিবর্তে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হলে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। কূটনীতিকদের বাড়তি প্রটোকল প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী সমস্ত কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি মার্কিন দূতাবাস বা এর কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিশদ বিবরণে প্রবেশ করতে যাচ্ছি না।
খুলনা গেজেট/এনএম