কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরধরে দুইপক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। উপজেলার ভবানীপুর গ্রামে আজ শনিবার (১০ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফরিদ ভবানীপুর গ্রামের মৃত ময়েন ফারাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মণ্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনের বিরোধ হয়। আজ সকালে রাশিদুল-শকাতি পক্ষের লোকজন বাদশা ও রেজা মণ্ডলের বাড়ি ঘিরে ভাঙচুর শুরু করলে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক ফরিদ হোসেনকে আহত অবস্থায় হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় তাঁর।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/এআইএন