কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এখন ভোট গণনা চলছে। মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১০১টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে, সদ্য বিদায়ী মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে ৪৮ হাজার ৪৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট। আর বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৪২ ভোট। জেলা শিল্পকলা একাডেমীতে থেকে নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেছেন, সহিংসতা ছাড়ই কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ৬০ শতাংশের কম-বেশি ভোট কাস্ট হয়েছে।