খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ শনিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন কর্মচারী সমিতির সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন মোঃ আব্দুল ওহাব, মোঃ জসিম উদ্দিন, নুর মোহাম্মাদ জাকির, সুবির দত্ত, মো. রেজাউল মোড়ল. মোঃ সবুজ কাজী, মোঃ হানিফ শেখ, ইমরান আলী রনি, মো. শাহরিয়ার খান, রুমা খাতুন, নার্গিস আক্তার। এ সময় সমিতির সহ-সভাপতি মোঃ মুরাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুজ্জামান, হাবিবুর রহমান, মিনা শরিফুল ইসলামসহ কুয়েট কর্মচারী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/লিপু/এইচ