খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এর আগে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলমের চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞাকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়।
৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদায়ী রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এ দায়িত্ব গ্রহন করেন। তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে উপ প্রকল্প পরিচালক হিসেবে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করেন।
এদিকে কুয়েট রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলম এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টগণ, পরিচালকগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, মানবিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজিয়া খাতুন, লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান , সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.কাজী হামিদুল বারী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর গোলাম কাদের, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, আইইএম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।
বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে রেজিস্ট্রার দপ্তরের আয়োজনে বিদায়ী রেজিস্ট্রার জি. এম. শহীদুল আলম কে কর্মকতা-কর্মচারীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
খুলনা গেজেট/ টি আই