খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

কুয়েটে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,“ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকা “মৃত্যুঞ্জয়ী মুজিব” জাতির পিতার প্রতি এ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাপূর্ণ নিবেদন। মুজিববর্ষে আমরা একান্তভাবে প্রত্যাশা করছি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ-ত্যাগ-তিতীক্ষার প্রতিফলন ঘটুক, তাহলেই তাঁর জন্মশতবার্ষিকীর সকল কর্মসূচি সফল হবে। বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অভিযাত্রার নিরবিচ্ছিন্ন সঙ্গী হয়ে এই বিদ্যাপীঠ পৃথিবীর জ্ঞানকে আরও বেশি আয়ত্ত ও নতুন জ্ঞান সৃষ্টি করার সাধনায় নিয়োজিত থাকবে, মুজিব শতবর্ষে সেটাই হোক আমাদের সকলের প্রত্যাশা”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন (এ্যাকটিং) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, মুজিববর্ষ উদ্যাপন এর প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. সজল কুমার অধিকারী। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!