খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

কুয়েটে ‘বিসিএস অন দ্যা রান’ শীর্ষক সেমিনার

গেজেট ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ‘বিসিএস অন দ্যা রান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কুয়েটের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ও দ্যা নলেজ ড্রাইভ এর পৃষ্ঠপোষকতায় সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. আব্দুল মতিন।

সেমিনারে সভাপতিত্ব করেন কুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর প্রফেসর ড. আব্দুল হাসিব। সেমিনারে বিসিএসে সদ্য উত্তীর্ণ কুয়েটের সাবেক শিক্ষার্থীবৃন্দ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, কুয়েটের ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা আয়োজন করে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!