কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার ঘটনায় তার চাচা মো. মিজানুর রহমান মামলা দিয়েছেন। অজ্ঞাতপরিচয়ে আসামি করে শুক্রবার রাতের দিকে কুমারখালী থানায় মামলাটি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ।
তিনি বলেন, ‘মামলা দেয়ার আগে থেকেই পুলিশ এই হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে।’
কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চেষ্টা চলছে, ভালো খবর দ্রুতই পাবেন।’
এদিকে ময়নাতদন্ত শেষে শুক্রবার কুষ্টিয়া পৌর গোরস্তানে রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।
গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
সাংবাদিক রুবেল জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি অন্য ঠিকাদারের সঙ্গে যৌথভাবে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসাও করতেন।
খুলনা গেজেট/ এস আই