কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যশোরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। রবিবার দুপুরে যুবলীগের নেতাকর্মীরা শহরের দড়াটানায় অবস্থান নেন। সেখানে সমাবেশ শেষে বিকাল তিনটার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে বক্তব্য দেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, যশোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, যুবলীগনেতা জাহিদুর রহমান লাবু, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যশোর জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, রাজিবুল আলম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, মাজাহারুল ইসলাম মাজহার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এহসানুর করিম রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাইদ সরদার, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তছিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল কদের প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একাত্তরের পরাজিত শক্তি এদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়। তারা ধর্মের নামে অপরাজনীতির অংশ হিসেবে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তারা তাদের সব অপরাধের সীমা লঙ্ঘন করেছে। তাদের প্রতিহত করতে রাজপথে যুবলীগ মেনেছে। প্রতিহত না করে যুবলীগের একজন নেতাকর্মীও ঘরে ফিরবে না।
মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
খুলনা গেজেট/কেএম