কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় চান্দু মল্লিক নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইটভাটা শ্রমিক চান্দু আলী মল্লিক মিরপুর পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে রুহুল আমিন জানান, সকালে চান্দু মল্লিক বাইসাইকেলযোগে ইট ভাটায় যাচ্ছিলেন। এসময়ে কুষ্টিয়াগামী এক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ ৩টি ট্রাক ভাংচুর করে।
খুলনা গেজেট/এনএম