কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে বাড়ির পাশের মাঠে তামাক ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রঙ্গিলা খাতুন উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার ক্যানালপাড়ার গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিনি মাঠে ঘাস কাটতে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা ওই মাঠের একটি তামাক ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম