কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৩২৪ জন যা জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৩২৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯ শতাংশ। ৯ জনের মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৫ জনে।
এদিকে বৃষ্টির মধ্য দিয়ে কুষ্টিয়ায় কঠোর লকডাউনের প্রথম দিন শুরু হয়েছে। গতরাত থেকে লাগাতর বৃষ্টির কারণে ঘর থেকে কেউ বের হতে না পারায় শহরে সবকিছু বন্ধ রয়েছে যা লকডাউনের ক্ষেত্রে শাপে বর হয়েছে।
এদিকে কুষ্টিয়া করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ সামলাতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। করোনা ছড়িয়ে পড়ায় জেলা ব্যাপী সর্বসাধারণের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
খুলনা গেজেট/এনএম