বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেহেদী আহমেদ রুমী এবং সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
অপরদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দৌলতপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।
কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা করা হচ্ছে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা-মামলা করা হচ্ছে।
গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
তবে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তারের বিষয়ে জানতে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
খুলনা গেজেট/ টিএ