খুলনা, বাংলাদেশ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

কুষ্টিয়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক 

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আত্মীয়ের বাড়িতে সুন্নাতে খৎনার অনুষ্ঠানে যাওয়ার পথে অবৈধযান করিমন গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়।শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম নাঈম। সে উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিক্সাচালক নাজমুল হোসেনের ছেলে।

এ ঘটনায় গাড়িচালক আমিনুল ইসলামকে (৩৫) আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোভ্যানে শিশু নাঈম, তার মা, বাবা, নানা, নানিসহ স্বজনরা কুমারখালীর এলংগী এলাকা থেকে খোকসার কলিমহর সুন্নাতে খৎনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালী পৌরসভার আমতলা এলাকায় অটোভ্যানটি বাঁকা মোড় নিলে মা ও শিশু পড়ে যায়। এ সময় কোল থেকে শিশু নাঈম সড়কের ওপর ছিটকে পড়ে। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি করিমন গাড়ি শিশুটিকে চাপা দেয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে আটকের পর পুলিশের কাছে সোপার্দ করা হয়।

নিহত শিশুর মা মালা খাতুন বলেন, ‘আমার সোনা আমার দেখলেই হাসতরে। আমি কি জবাব দিবনে। আমি ক্যাম্বা থাকবনেরে। কী নিয়ে বাড়ি যাব?’

নিহতের নানা ভ্যানচালক শহিদুল বলেন, কলিমহরে আরেক নাতি ছেলের সুন্নাতে খৎনা অনুষ্ঠানে যাচ্ছিলাম। পথে বাকা মোড়ে আমার মেয়ে মালা ও নাতি নাঈম রাস্তার ওপরে পড়ে যায়। তখন করিমন গাড়ি নাঈমকে চাপা দিয়ে মেরে ফেলে।

শিশুটির বাবা নাজমুল বলেন, অবৈধ গাড়িচাপায় ছেলে মারা গেছে। চালক আটক আছে। বিচারের আশায় থানায় মামলা করব।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, করিমন গাড়ির চাপায় এক শিশু মারা গেছে। চালককে মারধরের পর জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!