খুলনা, বাংলাদেশ | ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস
  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার
  কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা
  হামলার ঘটনায় কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ

কুষ্টিয়ায় ড্রাম ট্রাক চাপায় যুবক নিহত, আহত ৩

গেজেট ডেস্ক 

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাক চাপায় রাজু (২৪) নামের এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার সৈয়দ মাছ-উদ রুমী সেতুসংলগ্ন কাশেমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার কয়া ইউনিয়নের কামার তলা এলাকার মো. মাসুদের ছেলে। পেশায় তিনি টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

আহতরা হলেন, উপজেলার কয়া ইউনিয়নের মরহুম তাহেরের ছেলে ভোলা, মরহুম লাছা মোল্লার ছেলে আসলাম, মরহুম আয়নাল হোসেনের ছেলে বিল্লাল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে রাজুসহ তিনজন ভ্যানযোগে কুষ্টিয়ায় কাজে যাওয়ার সময় সৈয়দ মাছ-উদ রুমী সেতুসংলগ্ন কাশেমপুর এলাকায় পৌঁছালে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় টিউবওয়েল মিস্ত্রি রাজু ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা ড্রাম ট্রাক চালককে মারধর করে ছেড়ে দেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, ড্রাম ট্রাকের ধাক্কায় একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!