দাবি আদায়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে মঙ্গলবার (৪ জুন) সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে পালিত হয় শিক্ষকদের অর্ধদিবস, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড চালু এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা গত ১৯ মে থেকে আন্দোলন শুরু করেন।
শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকেরা একযোগে কর্মবিরতি পালন শুরু করেন। যা অব্যাহত থাকে বেলা ১ টা পর্যন্ত। এরইমধ্যে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল হাসিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক পলাশ সাহা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাঈম হাসান, গণিত বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান, অধ্যাপক ড. এম এম তওহিদ হাসান, মেকানিক্যাল বিভাগের অধ্যাপক মো. হেলাল আন নাহিয়ান, অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিসমূহ আদায় না হলে ভবিষ্যতে লাগাতার কর্ম বিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ১৯ মে একই দাবিতে কুয়েট শিক্ষক সমিতি কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করে। ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’র পাদদেশে মানববন্ধন এবং সর্বশেষ গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকেরা একযোগে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন।
অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এর যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় সর্বজনীন পেনশন বিধিমালা, ২০২৩ এর প্রজ্ঞাপনে পাবলিক বিশবিদ্যালয়ের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধন করেন এবং মানববন্ধন পরবর্তী মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূইয়া, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ পি.ইঞ্জ. প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মো. জুলফিকার হোসেন জুয়েল।
কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. হেলাল আন নাহিয়ান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মাহমুদুল হাসান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সভাপতি মো. এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশন বিধিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে