খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশ বলে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গতবছর ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র কল্যাণের পরিচালক হিসেবে ১২ অগাস্ট ২০২৪ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। কিন্তু তার আবেদনের প্রেক্ষিতে তাকে আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ছাত্র কল্যাণের পরিচালকের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সেই সাথে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তারকে ছাত্র কল্যাণের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ২০ এপ্রিল ২০২৫ থেকে তার নিয়োগ কার্যকরী হবে।
খুলনা গেজেট/জেএম