কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান। তাৎক্ষণিক তিনি নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এসআই বলেন, ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
অপরদিকে, ঢাকায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন মীর (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, যাত্রাবাড়ীর কাজলায় এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে ইয়াকুব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানায়।
এছাড়া ঢাকার বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মো. ফয়সাল (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী হরিচরণ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/ টি আই