কুমিল্লা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে শাসনগাছা মধ্যমপাড়ার দফাদার ও মোল্লা বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়া আজহার মিয়ার ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার। আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর লেগুনায় যাত্রী উঠানো নিয়ে স্থানীয় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় গোলাগুলি ও ইটপাটকেলের আঘাতে অন্তত ৫ জন আহত হন
আহতরা হলেন- শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮) কেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) এবং নাজমুল হাসান (২৬)। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। এদিকে ঘটনার পর শাসনগাছা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, লেগুনায় যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এই ঘটনাকে কেন্দ্র করে পরে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় গোলাগুলি ইট পাটকেলে অন্তত পাঁচ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। অভিযুক্তদের ধরতে র্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে।