কুমিল্লার দাউদকান্দিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তিন সন্ত্রাসী। রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় সিসিটিভির ভিডিও এসেছে পুলিশের কাছে।
সিসিটিভির ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা ঘনিয়ে সময় তখন পৌনে ৮টা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম বাজারের গলিতে কালো বোরকা পরে তিনজন প্রবেশ করে। পায়ের জুতা আর হাটার ধরণে পরিস্কার বোঝা যায় তারা সবাই পুরুষ। তবে, স্পষ্ট না কোথায় যাচ্ছেন তারা।
এর প্রায় দুই মিনিট পর এক গলি দিয়ে দৌড়ে পালাচ্ছেন ওই তিনজন। যদিও তখন একজনের ঘোমটা খোলা। তাড়াহুড়োতে পড়ে যায় বহন করা পিস্তল।
পুলিশ জানায়, সিসিটিভির ভিডিও দেখে অপরাধীদের ধরতে কাজ চলছে।
এ ঘটনার কিছু সময় পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন জামাল মারা যান।
এদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসি। নিরাপত্তা নিয়ে শঙ্কিত অনেকেই।
হত্যার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় আইন শৃঙ্খলাবাহিনী। তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন।
খুলনা গেজেট/ এসজেড