‘দাঁড়া আগে ভোট দিয়্যা লই। হাঁটতে পারতাছি না’- এভাবেই বন্ধু আমানুর রহমানকে বলছিলেন সাইদুল ইসলাম। বয়স দুজনের আনুমানিক ৬০/৬৫। দুই বন্ধু বেরিয়েছেন ভোটের পরিবেশ দেখতে। ভাড়া করা রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দু’জনের মতো ভোটারদের আনাগোনা বাড়ছে কেন্দ্রগুলোতে।
সকাল থেকেই গুমোট আবহাওয়া কুমিল্লাজুড়ে। ঠিক যেন নির্বাচনের পরিবেশের মতো। গুমোট ভাব ছাড়িয়ে ঝরলো এক পশলা বৃষ্টি। উধাও হয়ে গেল ভ্যাঁপসা গরম। নগরীর ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন ভোটাররা।
অলস সময় পার করে নির্বাচনের কর্মকর্তারা। এখন পর্যন্ত মেলেনি কোন সহিংসতার খবর। সরব হতে শুরু করেছে কেন্দ্রগুলো। উৎসবের আমেজে আসছেন ভোটাররা। তবে ফ্রিঙ্গার প্রিন্ট মিলছে না অনেকের। ভোটদানে ধীরগতি থাকলেও নেই ভিড়। সবাই বলছেন বেলা গড়ার সাথে সাথে বাড়বে ভোটারদের সংখ্যা।
খুলনা গেজেট/ এস আই