কুমিল্লায় ছুরিকাঘাতে ইজাজুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) সন্ধ্যায় নগরীর মনোহরপুর এলাকায় আনন্দ সিটি সেন্টারের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইজাজ জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মনিপুর গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় খন্দকার হক টাওয়ারের সামনে আসলে হঠাৎ ২-৩ জন যুবক ইজাজুলকে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে সে রাস্তার বিপরীত পাশে গিয়ে আনন্দ সিটি সেন্টারের সামনে মাটিয়ে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাওন বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। অধিক রক্তক্ষরণে তিনি মারা যান। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের বাবাসহ পরিবারের সদস্যরা ছুটে এলেও তারা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
সিসিটিভি’র ফুটেজে দেখা যায়, সন্ধ্যার দিকে রাস্তার দক্ষিণ পাশ থেকে আহত অবস্থায় এক যুবক আনন্দ সিটি সেন্টারের সামনে ছুটে আসেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখান থেকে লোকজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার দুই পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
এদিকে হত্যাকাণ্ডের পর জেলা গোয়েন্দা বিভাগের একটি টিম ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ইজাজুল ঢাকা থেকে এসে ওই মার্কেটের সামনে কারও সাথে দেখা করতে এসেছিল। সেখানে এসেই হত্যাকাণ্ডের শিকার হন। পূর্ব লেনদেনের ঘটনা থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
খুলনা গেজেট/এসজেড