কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় একুশে পরিবহন নামে একটি বাসের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের এপাশ থেকে ওপাশ যাচ্ছিলেন তিনজন পথচারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. আবু সেলিম রেজা জানান, মহাসড়কের দাউদকান্দির মালিখিল এলাকায় রাত ৮টার দিকে দুই শিশুসহ দুইজন নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন নিহত হন।
খুলনা গেজেট/এএজে