বরিশালে কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া নিখোঁজ রয়েছে ১ জন।
নৌ-পুলিশ জানায়, গত মঙ্গলবার এম টি ইবাদ ওয়ান জাহাজটি চট্টগ্রাম থেকে সাড়ে ১৩ লাখ লিটার পেট্রোল নিয়ে আসে বরিশালের মেঘনা ডিপোতে। আজ খালাসের জন্য ইঞ্জিন চালু করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নৌযানে।
পরে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ সময় জাহাজে থাকা ১৬ জনের মধ্যে নিহত হয় দুইজন। আহত ৩ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড