খুলনা, বাংলাদেশ | ২৪ আষাঢ়, ১৪৩১ | ৮ জুলাই, ২০২৪

Breaking News

  নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ৫
  চার দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরীকে অপহরণ করে ভারতে দেহ ব্যবসায়ে বাধ্য করার অভিযোগ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

কিশোরীকে অপহরণ করে ভারতের উত্তর প্রদেশের লকনৌতে পতিতালয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অপরাধে আশিক গাজী নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। গ্রেফতার প্রতারক খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের মোঃ মুনসুর গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) এএসপি মোঃ মাহবুব উল আলম জানিয়েছেন, ২০১৯ সালে ১৭ বছর বয়সী কিশোরী শিমলাকে (ছদ্মনাম) জনৈক মোঃ আশিক গাজী (২৫) অপহরণ করে অবৈধভাবে ভারতের উত্তর প্রদেশের লকনৌতে নিয়ে যায়। সেখানে নিয়ে কিশোরীকে প্রায় এক বছর আটকে রেখে ধর্ষণ করে। এসময়ে তার অশ্লীল ভিডিও ও নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। পরবর্তীতে শিমলাকে দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করে। একই সাথে ভিকটিমকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে বেঙ্গালুর ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে দেহব্যবসার জন্য নিয়ে যায়।

তিনি আরও জানান, গত ২০ জুলাই শিমলাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে ওই প্রতারক নিজ বাড়ি রূপসার কাজদিয়ায় আটকে রাখে। সেখানে কয়েকদিন থাকার পর কৌশলে বোনের বাড়ি খুলনার ফুলতলার প্রায়গ্রামের কসবায় পালিয়ে যায় শিমলা। এরপরও ক্ষ্যান্ত হয়নি প্রতারক আশিক গাজী। শিমলাকে ফোন দিয়ে আবার ভারতে যেতে ভয়ভীতি দেখায়। তাতে রাজী না হওয়ায় মোবাইলে ধারণকৃত কিশোরীর নগ্ন ছবি ও ভিডিও ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে বলে হুমকি দেয়। বিভিন্ন আত্মীয়-স্বজনের ইমো এবং ফেসবুক মেসেঞ্জারে শিমলার সেই সব নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে শুরু করে।

একপর্যায়ে ১০ আগস্ট যশোরের অভয়নগরের বাসিন্দা শিমলা (ছদ্মনাম) র‌্যাব-৬ খুলনা কার্যালয়ে অভিযোগ করে। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে নগরীর ১নং আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়া এলাকা থেকে আসামী মোঃ আশিক গাজী (২৫) কে গ্রেফতার করে র‌্যাব-৬। এসময় তার ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয। জিজ্ঞাসাবাদে ও তার কাছ থেকে জব্দকৃত দু’টি মোবাইল পরীক্ষা করে উপরোক্ত ঘটনার প্রাথমিক সত্যতার প্রমাণ পেয়েছে র‌্যাব।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!