কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ হয়।
নিহত দুজন হলেন শফিকুল ইসলাম (৩৫) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুর রশীদ (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়া গ্রামের সাদেক ভেন্ডারের লোকজনের সঙ্গে প্রবাসী মতি মিয়ার গ্রুপের লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ১১টার দিকে পুলিশ এলাকার একটি ফসলি জমি থেকে আব্দুর রশীদের লাশ উদ্ধার করে।
এ ছাড়া আহতদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
খুলনা গেজেট/ টি আই