খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারাল বাংলাদেশ
  গোপালগঞ্জে কারফিউ চলবে
  গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

কিংসের অনুশীলন মাঠে সাফের ম্যাচ, থাকছে না দর্শক

ক্রীড়া প্রতি‌বেদক

গতকাল বাংলাদেশ-ভুটান ম্যাচের মাঝপথে ভেন্যু বদল হয়েছিল। আজ সাফ টুর্নামেন্টের ভেন্যুই বদল করেছে। আগামীকাল ও শনিবার সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের চারটি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে।

সাফ এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় জানায়, ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ৭-১০ নম্বর ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে হবে। ২১ জুলাই ১১ ও ১২ নম্বর ম্যাচের বিষয়ে সাফ কোনো ঘোষণা দেয়নি। ফলে শেষ দিনের দুই ম্যাচ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হতে পারে যদি মাঠের পরিস্থিতির উন্নতি ঘটে।

সাফ বিজ্ঞপ্তিতে চার ম্যাচের জন্য ভেন্যু বদলের ঘোষণা দিলেও বাফুফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে শুধু আগামীকালের দুই ম্যাচের পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। অনুশীলন মাঠে গ্যালারি নেই ফলে দর্শকরা এই ম্যাচ দেখতে পারবেন না। তাই দর্শকবিহীনভাবেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গতকাল অনেকটা তড়িঘড়ি করে বাংলাদেশ-ভুটান ম্যাচ হয়েছে। পরবর্তীতে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচও কিংস অ্যারেনা অনুশীলন মাঠে আয়োজিত হয়েছে। প্র্যাকটিস গ্রাউন্ড বিধায় প্রেসবক্স কিংবা সাংবাদিকদের বসার সুযোগ ছিল না। আগামীকালের দুই ম্যাচের জন্য অস্থায়ী প্রেসবক্স রাখবে বাফুফে। উদ্ভুত পরিস্থিতিতে বাফুফে সাংবাদিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

জাতীয় স্টেডিয়াম সংষ্কারের পর মাঠে পানি জমে না। এই স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজিত হলে দর্শক, মিডিয়া এমনকি ফেডারেশনের জন্যও স্বস্তিদায়ক হতো। কিংস অ্যারেনায় অনুশীলন গ্রাউন্ডে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে অথচ বাফুফে সাফের সঙ্গে আলোচনা করে বাকি খেলাগুলো জাতীয় স্টেডিয়ামে আনার ব্যবস্থা করতে পারত।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!