ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা মঙ্গলবার অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে চারজন মারা গেছে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মির ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্কিত উত্তর অঞ্চলটি গত দুই মাসে হামলার শিকার হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সোমবার সন্ধ্যায় ডোডা জেলায় একটি অভিযান শুরু করেছে।
কর্পস একটি বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, ব্যাপক গুলি বিনিময় হয়েছে।’
সেনাবাহিনী হতাহতের আর কোনো বিবরণ দেয়নি এবং মৃত্যুর বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
কিন্তু ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে, পাঁচজন সৈন্য ‘গুরুতর’ আহত হয়েছে এবং সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) মঙ্গলবার জানিয়েছে, আহতদের চারজন পরে মারা গেছে।
সেনাবাহিনী বলেছে, ‘অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে’ এবং ‘অপারেশন অব্যাহত রয়েছে’।
রোববার কাশ্মিরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাবাহিনী তিন সন্দেহভাজনকে হত্যা করার এক দিন পর এই সংঘর্ষ হয়।
ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মিরকে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে।
সূত্র : বাসস
খুলনা গেজেট/এএজে