খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

কাল আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। দুই দলের মাঠের লড়াই শুরু হবে পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে। যার প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটিতে পূর্ণ ৩০ পয়েন্টে চোখ বাংলাদেশ দলের। ওয়ানডে সেরা ছন্দে থাকার আত্মবিশ্বাস নিয়েই আফগানদের বিপক্ষে খেলতে নামবে অধিনায়ক তামিম ইকবালের দল।

দুই দলের লড়াই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। গ্যালারি বসে ৪ হাজার সমর্থক খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও সমর্থকরা খেলাটি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস আর গাজী টিভির পর্দায়।

মঙ্গলবার অনুশীলন শেষে অধিনায়ক তামিম বলছিলেন, ‘গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। ৬-৭ মাস পর এসেছি। তবে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় ফরম্যাট। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’

আফগানদের মানছেন কি না জানিয়ে তামিমের ব্যাখ্যা, ‘চ্যালেঞ্জের কিছু না। কমবেশি সবাই-ই অভিজ্ঞ। ওদের সাথে ওয়ানডে দিয়ে শুরু করাটা সঠিক সিদ্ধান্ত। ওয়ানডেতে অবশ্যই আমরা ভালো দল। ছন্দে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক। দল হিসেবে ভালো করতে হবে।’

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ৮ ম্যাচে ৫ জয় টাইগারদের। এবার লড়াইয়ের আগে স্বাগতিকদের ভয়ের কারণ ও দুঃস্মৃতি হয়ে আছে চট্টগ্রামে ২০১৯ সালে একমাত্র টেস্ট হার এবং রশিদ খানের অভাবনীয় পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বৃষ্টিবিঘ্নিত টেস্টে বাংলাদেশকে স্রেফ এলোমেলো করে দেন আফগান তারকা লেগ স্পিনার।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি সেই ম্যাচের স্মৃতি টেনে এনে বলেন, ‘অবশ্যই আমি সেই জয় থেকে (টেস্ট) শুরু করতে চাই। এই মাঠে আমাদের দারুণ স্মৃতি আছে সেখান থেকে আমরা ইতিবাচক দিকগুলো নেব। আমরা কালও সেখান থেকে শুরু করবো। কারণ আমাদের যে স্পিন আক্রমণ আছে তারা এখানকার কন্ডিশনে খেলেছে। আগের অভিজ্ঞতা অবশ্যই ওরা কাজে লাগাবে। বাংলাদেশের কন্ডিশন তো এমনিতেও আমাদের স্পিনারদের সহযোগিতা করে।’

সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা বিচার করা হবে। সে পথে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট। এবার এই পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে (৯৫) টপকে প্রতিযোগিতায়র শীর্ষে উঠবে টাইগাররা। সঙ্গে প্রথম দল হিসেবে সুপার লিগের ১০০ পয়েন্টের মালিক বনে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে চট্টগ্রামে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে থাকার। কিন্তু প্রতিপক্ষের নাম যখন আফগানিস্তান, কাজটি তখন সহজ নয় মোটেও। সুপার লিগে দারুণ অবস্থান আফগানদেরও। ছয় ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নামের পাশে আছে ৬০ পয়েন্ট। তারাও চাইবে এই সিরিজে বাংলাদেশকে টপকে যেতে। এজন্য তাকিয়ে থাকবে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের মতো স্পিনারদের দিকে।

তামিম অবশ্য বললেন, ‘ওয়ানডেতে তাদের বিরুদ্ধে আমরা সবসময়ই ভালো করেছি। তারা ভালো দল এতে কোনো সন্দেহ নেই। মানসম্পন্ন বোলিং আক্রমণ আছে তাদের। তবে এই বোলিং আক্রমণের বিপক্ষেই আমরা আগে ভালো করেছি। কাল যারা খেলবে ব্যাট হাতে সবাই ছন্দে আছে।’

যোগ করেন তামিম, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না। যেটা বললাম- তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন অ্যাটাক তাদেরই। কিন্তু এদের বিপক্ষেই আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। আবার কেন করতে পারব না? শুধু তিনজনকে নিয়ে চিন্তা করলেই হবে না। আমাদের ওদের ১১ উইকেট তুলতে হবে, তাই ওদের ব্যাটসম্যান নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের ৫-৬ বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।’

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!