সাতক্ষীরার কালিগঞ্জে রাতের আঁধারে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে ’নবকিরণ ফাউন্ডেশন’। আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটি কালিগঞ্জের নলতায় অবস্থিত। বৃহস্পতিবার রাতে তারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, নবকিরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত মানুষকে সাহায্য করে আসছে সংগঠনটি। তাদের সামাজিক কাজের অগ্রগতি ধরে রাখতে এবং মেধাবীদের মধ্যে দরিদ্রদের পড়ালেখার খরচ যোগাতে তারা সর্বদা সচেষ্ট। তাই প্রতিটা মেধাবী শিক্ষার্থীর হাতে তারা পৌঁছে দিচ্ছে নতুন বই। করোনা মহামারী থাকায় আনুষ্ঠানিক ভাবে কোন স্থানে একত্রিত হয়ে বই বিতরণ না করে প্রতিটা শিক্ষার্থীদের বাড়িতে বই পৌছানোর ব্যবস্থা করেছে সংগঠনটি। এ সময় দিনে কারও বাড়ি বই পৌঁছাতে গেলে কেও যেন সামাজিক ভাবে নিজেকে ছোট মনে না করে সে জন্য তারা রাতের আঁধারে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি মোঃ আহছান কবির টুটুল বলেন, আমরা সামাজিকভাবে কাউকে ছোট করতে চাই না। পড়া লেখা করার অধিকার আমাদের সবার আছে। আমি নিজেও একজন শিক্ষক তাই আমি চাই দেশের প্রতিটা মানুষ শিক্ষিত হোক। সে জন্য আমরা রাতের আঁধারে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছি।
এই সকল বিষয় নিয়ে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের প্রধান উৎস নিজেদের ও শুভাকাঙ্খীদের দেওয়া ডোনেশনে আস্তে আস্তে ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধি করে আরো শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।
খুলনা গেজেট/কেএম