সাতক্ষীরা কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৬শ’ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ চত্বরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আম বিনষ্ট করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম।
ইউপি চেয়ারম্যান নাজমুল নাঈম জানান, বুধবার বেলা ২ টার দিকে একটি ইঞ্জিনভ্যান ভর্তি রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো অরিপক্ক আম ঢাকায় পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুশলিয়ার দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানটি ভাড়াশিমলা মোড় সংলগ্ন এলাকা থেকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী এসে আমগুলো তার ব্যবহৃত সরকারি গাড়ি দিয়ে বিনষ্ট করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজাহার আলী জানান, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনও যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ এসজেড