সাতক্ষীরার কালিগঞ্জে মাদক কেনাবেচার সময় পুলিশের অভিযানে আটক দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কৃষ্ণনগর এলাকায় দোকানে গাঁজা বিক্রি ও কেনার সময় পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের একজনকে ১০০ টাকা ও অপরজনকে ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী গৌরপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২০) ও রঘুনাথপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মাদকসেবী শফিকুল ইসলাম শেখ (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপরিদর্শক কামাল হোসেন শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে গাজা বিক্রি ও কেনার সময় সুমন বিশ্বাস ও শফিকুল ইসলাম শেখকে আটক করে।
পরবর্তীতে বিকেল ৬টার দিকে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোষীদের স্বীকারেক্তির ভিত্তিতে গাঁজা বিক্রির অপরাধে সুমন বিশ্বাসকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা এবং ক্রেতা শফিকুল ইসলামকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এদিকে, গাঁজা কেনার টাকা যোগাড় করতে শফিকুল রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির ছাগল চুরি করে শংকরকাটি গ্রামে ১হাজার ৮শ’ টাকায় বিক্রি করে বলে জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী শংকরকাটি গ্রাম থেকে ওই ছাগলটি ফিরিয়ে এনে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ টিএ