রমজানে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন বাজার ও মুদি দোকান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। মঙ্গলবার (৪ মার্চ) সকালে তিনি উপজেলা সদরের ফুলতলা মোড় কাঁচাবাজার, মাছ মাংসের দোকান ও মুদি দোকান পরিদর্শন করেন করেন।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে হবে। কেউ কারসাজি করে জিনিসপত্র বাড়তি মূল্যে বিক্রি করবেন না। প্রতিটি কাঁচাবাজার ও মুদি দোকানের সামনে মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে, অন্যথায় আগামীতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। বাজার তদারকিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ উপস্থিত ছিলেন।
সাধারণ ক্রেতারা জানান, পবিত্র মাহে রমজান মাস শুরুর সাথে সাথে কালিগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে কলা, ক্ষিরাই, কাঁচামরিচ, বেগুন, ঢেঁড়শ, করলা, গাজর, ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। অতি মুনাফাখোর ব্যবসায়ীদের অশুভ তৎপরতায় নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়েছে। কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই রমজান মাসে বেশকিছু পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়েছে। অসাধু ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের অযথা ভোগান্তিতে ফেলতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগীরা।
খুলনা গেজেট/এএজে