সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বুধবার কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ফুলতলা মোড় হয়ে কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে নবযাত্রা প্রকল্প অফিসে পক্ষকালব্যাপি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তারলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ছোট, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলামিন প্রমুখ।
সভায় বলা হয়, আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি প্রকল্প যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২২ সালে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে।
খুলনা গেজেট/এনএম