মুক্তিবার্তা, ভারতীয় তালিকা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা গেজেটে নাম থাকার পরও ভাতা বন্ধ থাকাবস্থায় কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ রায় (৭০) এর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি।
শুক্রবার বিকল তিনটায় তাকে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাঁশতলা মহাশ্মশানে তাকে দাফন করা হয়। কালিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মুজিবুল আলম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম এর উপস্থিতিতে গার্ড অব অনার কার্যক্রম পরিচালনা করেন সাতক্ষীরা পুলিশ লাইনের সহকারি উপপরিদর্শক মহিউদ্দিন।
দীর্ঘদিন কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন গোবিন্দ রায়। সর্বশেষ তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খুলনা গেজেট/ টি আই