আগামীকাল বুধবারের মধ্যেই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল। সেই লক্ষ্যে কঠোর গোপনীয়তা অবলম্বন করে তফশিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অথবা ৭ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে।
ইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল কবে ঘোষণা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছেন যে, নভেম্বর মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনো সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন।
ইসির সংশ্লিষ্টরা বলছেন, তফশিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করার সিদ্ধান্ত আছে কমিশনের। গেজেট শেষে আজ অথবা কাল সকালে ওই দুই আসনের নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। এ কারণে আজ তফশিল ঘোষণা না-ও হতে পারে। এজন্য বুধবার তফশিল ঘোষণার জন্য উপযুক্ত বিবেচনা করেছে ইসি।
অন্যদিকে দ্বিতীয় ধাপে বিতর্কিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ আরও ২৯টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় কমিশন। কোনো দাবি-আপত্তি না এলে আগামী পাঁচ বছরের জন্য চূড়ান্তভাবে নিবন্ধন দেবে কমিশন। এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। ইতিমধ্যে প্রথম ধাপে বিজ্ঞপ্তিতে আসা আবেদন থেকে ৬৭টি দেশি পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেয়েছে। সংখ্যায় কম হওয়ায় পুনরায় আবেদন চেয়ে দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমধাপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নিবন্ধন দেওয়া হয়নি।