খুলনা বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করায় মহিলা দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, খুলনা মহানগর মহিলাদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।
গত ২ মে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সভাপতি আজিজা খানম এলিজার অনুসারীরা। এ ঘটনা ৩ মে খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।
গতকাল রবিবার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বহিস্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বহিস্কার পত্রে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুজিন স্বাক্ষর করেছেন।
খুলনা গেজেট/এএজে/এইচ