কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছরের ২ মে তাঁর বাসা থেকে কারা ধরে নিয়ে নির্যাতন চালিয়েছিল, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত কোনো আসামিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ওই বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিশোরকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তথ্য পেয়েছে পিবিআই। পিবিআই এটাও নিশ্চিত করেছে গ্রেপ্তারের পর কিশোরকে পুলিশ হেফাজতে কোনো প্রকারের শারীরিক ও মানসিক নির্যাতন করার সাক্ষ্যপ্রমাণ নেই।
নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট কিশোরের মামলায় আদালতে জমা দেওয়া পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির দিন ঠিক রয়েছে।
খুলনা গেজেট/এএ