সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের আগে না পরে হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কী এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের আশঙ্কা হচ্ছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংবিধানে যেভাবে আছে সেভাবে হবে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকায় এত উন্নয়ন হয়েছে। জনগণ ভোট দিলে আছি। না দিলে নাই। আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি।
তিনি বলেন, আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না।
আমি নিজে ভোগ করতে আসিনি, দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছি। আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কারণ জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, কারও প্রতি নির্ভরশীল না হতেই ব্রিকসে যোগ দে্বে বাংলাদেশ। দেশের জন্য যেটা ভালো সেটাই করবো।
খুলনা গেজেট/এসজেড